Hello All Dear Friends,
How are you.? I hope that all are well, guys today I want to show you some most important and secret settings for Facebook Messenger. So don't waste time let's start –
বন্ধুরা বর্তমান সময়ে মেসেজ করার সবথেকে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হল ফেসবুকের মেসেঞ্জার। পুরো পৃথিবী জুড়ে প্রায় ওয়ান বিলিয়ন এর উপরে লোক এটি ইউজ করে।
বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যা অনেকেই জানেনা।তাই বন্ধুরা আজকে নিয়ে এলাম এই অ্যাপ্লিকেশনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনার জন্য।
যে সেটিংস গুলা জানলে আপনার অভিজ্ঞতা আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।
Number 1:-) How To Change Colour –
বন্ধুরা কালার চেঞ্জ করতে হলে আপনাকে যেটি করতে হবে, সেটি মনোযোগ সহকারে দেখুন, প্রথমে আপনাকে আপনার যেকোনো বন্ধু অথবা বান্ধবী কে এসএমএস করতে হবে।
আপনি যখন তারে মেসেজ করবেন,তখন আপনি হাতের ডান পাশে মোবাইল স্ক্রিনে একটি অপশন পাবেন সেই অপশন এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে।
বন্ধুরা যখনই আপনিও অপশনটির মধ্যে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে।
এখান থেকে বন্ধুরা আপনারা তিনটি অপশন পাবেন একটি হচ্ছে কালার, আরেকটি হচ্ছে ইমোজি, এবং সর্বশেষটি হচ্ছে নিকনেম,
তো বন্ধুরা আপনার এখন থেকে এই তিনটি চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মন মত যে কোন কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
যে কোন ইমোজি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেগুলো সিলেক্ট করলে আপনার বন্ধু অথবা বান্ধবীর ক্ষেত্রেও চেঞ্জ হয়ে যাবে।
এবং চাইলেই আপনি আপনার প্রিয় ব্যক্তির নিক নেম দিতে পারবেন আপনার মন মত।
Number 2:-) How To Change Notification Sounds –
বন্ধুরা নোটিফিকেশন সাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে প্রথমে আপনার আইডিতে লগইন করতে হবে।
তারপর বন্ধুরা আপনারা আপনার প্রোফাইল ছবিটি দেখতে পারবেন সেই ছবির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা ছবিতে ক্লিক করার পর এরকম এর একটি পেজ ওপেন হবে,
So friends in this time you need to click on sound and notification option. Then guess you find so many things for change like sms sound and calling sound, then you customise your own sound on this tone.
This is so cool features of messenger.
Number 3:-) Enable Dark Mode
So guys if you need to try this, dark mode system on messenger. You need to click on your profile picture, then you can find an option to enable dark mode. If you click on enable then your messenger become dark mode.
So guys I hope that this article is helpful for you.
Thanks All Dear Viewer.
1 Comments
Good
ReplyDelete