আসসালামু আলাইকুম।
আজকে আপনারা দেখতে চলেছেন -
কিভাবে ফোনের চার্জ অনেকক্ষণ রাখবেন —
যেভাবে চার্জ খরচ কমাবেন -
বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাব যে দুটি সেটিংস অন করার মাধ্যমে আপনার মোবাইলে চার্জ আগের তুলনায় অনেকটাই রক্ষা করতে পারবেন। অর্থাৎ চার্জ খরচ কম হবে।
তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক -
বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি। আমাদের বিভিন্ন দরকারে প্রায় সময়ই অনলাইনে থাকতে হয়। তাছাড়া আমরা বিভিন্ন সময় অনেক দিকে ঘুরতে বা বেড়াতে যাই। সবসময় আমরা সাথে চার্জার নিয়ে যেতে পারি না।যার ফলে আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এবং আমরা চার্জ দিতে পারি না।
তাই আজকে - দেখাবো দুটি সেটিংস অফ করলে আপনার ফোনের চার্জ খরচ কম হবে।
এর জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা সেটিংস অ্যাপ্লিকেশনের মধ্যে।
বন্ধুরা প্রথমে আপনাদেরকে নোটিফিকেশন বার এর মধ্যে গিয়ে- লোকেশন, ব্লুটুথ, হটস্পট, এই সকল অপশনগুলো অফ করে রাখুন।কারণ ব্যাকগ্রাউন্ডের রুমের মধ্যে এসকল অপশনগুলো কাজ করতে থাকে।
যার ফলে আপনার ফোন থেকে চার্জ খরচ হয় খুব দ্রুত।
এই অপশন গুলো আপনার আপডেট ডাটা তৈরি করতে থাকে। যার ফলে চার্জ খুব দ্রুত খরচ হয়।
এগুলো অফ করার মাধ্যমে আপনি 100% আপনার ফোনের চার্জ খরচ কমাতে পারবেন।
বন্ধুরা দ্বিতীয় যে সেটিংস রয়েছে সেটি হচ্ছে —
আপনাকে পুনরায় সেটিংস অপশন এর মধ্যে যেতে হবে - তো বন্ধুরা সেটিংসে যাওয়ার পর -
Theme and lockscreen এ যাওয়ার পর আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন। যেটা হচ্ছে মাই ওয়ালপেপার। এই অপশনটি তো আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। —
এখানে যাওয়ার পর আপনাকে লাইভ ওয়ালপেপার অপশনটি অফ করে দিতে হবে। কারণে লাইভ ওয়ালপেপার ফোনের চার্জ অনেক খরচ করে।
এই দুটি অপশন অফ করলে আপনার ফোনের চার্জ খরচ কম হবে।
সবাইকে ধন্যবাদ।
The Hasibur - 2019
0 Comments